কলকাতা, ১৭ সেপ্টেম্বর- ক্রমশ ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে বাগরি মার্কেটে৷ এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি৷ কেটে গিয়েছে প্রায় ৩০ ঘন্টা৷ কখন পরিস্থিতি পুরো স্বাভাবিক হবে, বলতে পারছেন না কেউই৷ এদিকে নতুন বিপর্যয়ের সামনে বাগরি মার্কেট৷ তাপমাত্রা ক্রমশ বেড়ে চলেছে বাগরি মার্কেট বিল্ডিংয়ের৷ দেওয়াল জুড়ে বড় বড় ফাটল দেখা দিয়েছে৷ যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা৷ আশঙ্কা করছেন দমকল কর্মীরা৷ সেই আশঙ্কা সত্যি করে এই প্রথম একটি দেওয়াল ভেঙে পড়ল বাগরি মার্কেটের ভেতর৷ ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন বাগরি মার্কেটের সামনের দিকে রয়েছে গেট ডি৷ গ্রাউন্ড ফ্লোরে এখানকারই একটি দোকানে বোঝাই করা ছিল চামড়ার নানা সামগ্রী৷ দোকান পুড়ে ছাই হয়েছে আগেই৷ সেখানে থেকেই পোড়া জিনিসপত্র সরাচ্ছিলেন উদ্ধারকারীরা৷ আচমকাই পিছনের দিকে দেওয়ালটি পুরো ধসে পড়ে৷ দেওয়ালের সঙ্গে ধসে পড়ে সংলগ্ন সিঁড়িও৷ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ উদ্ধারকারীরা কোনও মতে বেরিয়ে আসেন দোকানটি থেকে৷ পিছনের দেওয়ালটি ভেঙে পড়ায় গোটা মার্কেটের একটা অংশ ওই দোকান থেকে পুরোপুরি দেখা যাচ্ছে৷ এই অংশ থেকে ফের জল দেওয়ার কাজ শুরু করেছেন দমকলকর্মীরা৷ তবে আরও কোনও অংশ ভেঙে পড়লে দুর্ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কাও রয়েছে৷ এদিন সকালে মার্কেটের বেশ কয়েকটি জায়গায় নতুন করে আগুন দেখতে পাওয়া যায়৷ ভয়াবহ আগুনে ভস্মীভূত সবকিছু৷ মার্কেটের দেওয়ালে গভীর ফাটল দেখা দিয়েছে৷ যে কোনও সময় মার্কেট ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ আগুন নেভাতে মার্কেটে যেমন জল দেওয়া হচ্ছে তেমনই জল দিয়ে ঠান্ডা করার চেষ্টা করা হচ্ছে চারপাশের বাড়িগুলিকেও৷ বাগরি মার্কেটের আগুন নেভাতে রয়েছে দমকলের ৩৫টি ইঞ্জিন৷ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা৷ কিন্তু পরিস্থিতি কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না৷ মার্কেটের একাংশের আগুন নিভলেও দাউদাউ করে জ্বলে উঠছে অন্য অংশের আগুন৷ সোমবার সকালেও মার্কেটের মধ্যে থেকে শোনা গিয়েছে বিকট শব্দ৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ একে/০৫:৫৫/১৭ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NPxYrW
September 17, 2018 at 11:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top