রাজ্যপালের সাক্ষাৎ চেয়ে আবেদন করল প্রেসিডেন্সির পড়ুয়ারা

কলকাতা, ১ সেপ্টেম্বরঃ কয়েকদিন আগে একটি সাংবাদিক বৈঠক করে প্রেসিডেন্সির আন্দোলনকারী পড়ুয়াদের তরফে জানানো হয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও বিশ্ববিদ্যালয়ের আচার্য রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে তাঁরা দেখা করতে চান। জানা গিয়েছে, সেই ইচ্ছেকে বাস্তবায়িত করার জন্য গতকাল রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি দিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।

হিন্দু হস্টেল ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেছিলেন পড়ুয়াদের একাংশ। সেই আন্দোলনে গতি আনতে বেশ কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের ক‍্যাম্পাসে এসে হাজির হন আবাসিকরা। কিন্তু, আন্দোলনের ২৮ দিন পার হয়ে গেলেও এখনও পর্যন্ত হিন্দু হস্টেল ফিরিয়ে দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমনকী, প্রথমদিকে কর্তৃপক্ষ তাঁদের খোঁজখবর নিলেও এখন আর সেটুকুও নিচ্ছে না বলে অভিযোগ আন্দোলনকারীদের।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NAL0Go

September 01, 2018 at 12:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top