নটিংহাম, ০১ সেপ্টেম্বর- সাউদাম্পটনেও হয়তো জয়ের স্বপ্ন দেখছে ভারত। চেতেশ্বর পূজারার লড়াকু শতরানে ইংল্যান্ডের ইনিংসকে টপকে গেল ভারত৷ এগারো নম্বর ব্যাটসম্যানকে সঙ্গে নিয়ে টেস্ট ক্যারিয়ারে ১৫ নম্বর সেঞ্চুরি পূর্ণ করেন পূজারা৷ সেই সঙ্গে ইংল্যান্ডের মাটিতে প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন ব্যাটসম্যান৷ প্রথমে বিরাট কোহলিও এবং পরে জসপ্রীত বুমরাহের সঙ্গে পার্টনারশিপ গড়ে ভারতীয় ইনিংসে ২৭৩ রানে পৌঁছে দেন পূজারা৷ প্রথম ইনিংসে ইংল্যান্ডের থেকে ২৭ রানে এগিয়ে ভারত৷ ১৩২ রানে অপরাজিত টিম ইন্ডিয়ার নম্বর তিন ব্যাটসম্যান৷ ইংল্যান্ডকে ২৪৬ রানে বেঁধে রাখার পর শুরুটা ভালো হয়নি ভারতের৷ ৫০ রানে দুই ওপেনার শিখর ধাওয়ান (২৩) এবং লোকেশ রাহুল (১৯) প্যাভিলিয়নের পথ ধরেন৷ কিন্তু তৃতীয় উইকেটে পূজারা-কোহলির ৯২ রানের পার্টনারশিপে ম্যাচে ফেরে ভারত৷ চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন ব্যাট হাতে ৬ রান করার সঙ্গে সঙ্গেই টেস্ট ক্রিকেটে ৬ হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন কোহলি৷ সাউদাম্পটনে মাঠে নামার আগে ৬৯ টেস্টের ১১৮ ইনিংসে বিরাটের ব্যক্তিগত সংগ্রহ ছিল ৫৯৯৪ রান৷ সুতরাং ৬ হাজারি ক্লাবে ঢুকে পড়ার জন্য ৬ রান দরকার ছিল বিরাটের৷ দ্বিতীয় দ্রুততম ভারতীয় ব্যাটসম্যান হিসাবে কোহলি টেস্টে ৬ হাজার রান সংগ্রহ করেন৷ ৭০ টেস্টের ১১৯ ইনিংসে তিনি এমন কৃতিত্ব অর্জন করেন৷ বিরাটের থেকে কম টেস্ট খেলে ৬ হাজার রান করেন কেবল সুনীল গাভাস্কার৷ তিনি ৬৫ টেস্টের ১১৭ ইনিংসে ৬হাজারি ক্লাবের সদস্য হন৷ বিরাট প্যাভিলিয়নে ফেরার পরই ভারতীয় ইনিংসে ধস নামে৷ দ্রুত পাঁচ উইকেট হারায় ভারত৷ কিন্তু সেখান থেকে পুজারার লড়াকু ইনিংসে ভর করে ইংল্যান্ড ইনিংসকে টপকে যায় টিম কোহলি৷ নবম উইকেটে ইশান্ত শর্মার সঙ্গে ৩২ এবং দশম উইকেটে বুমরাহর সঙ্গে ৪৬ রান যোগ করেন পুজারা৷ শেষ উইকেটে ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপ গড়ে ভারত৷ ইংল্যান্ডের সফলতম বোলার মঈন আলী৷ ৬৩ রান খরচ করে ভারতীয় ইনিংসের পাঁচটি উইকেট নিয়েছেন তিনি৷ ২৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় দিনের শেষে কোনও উইকেট না-হারিয়ে ৬ রান তুলেছে ইংল্যান্ড৷ জেনিংস ৪ এবং কুক ২ রানে অপরাজিত৷ সূত্র: ঢাকাটাইমস ২৪ এইচ/১১:৪২/০১ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ou6Mks
September 01, 2018 at 05:58PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন