কলকাতা, ১৮ সেপ্টেম্বরঃ শহরে অনুপস্থিত মুখ্যমন্ত্রী। তাই রাজ্যের যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার ভার এসে পড়েছে মন্ত্রীদের ওপর। বাগরি মার্কেট নিয়ে দমকল ও কলকাতা পুলিশের প্রাথমিক রিপোর্ট হাতে নিয়ে নবান্নে বৈঠকে বসেন তাঁরা। সূত্রের খবর, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রয়োজনে বাগরি মার্কেটের মালিককে গ্রেফতার করা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাগরি মার্কেটের মালিক রাধা বাগরি পলাতক। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী জার্মানি থেকে খোঁজ খবর নেন। তারপরই বৈঠকে বসে মন্ত্রিগোষ্ঠী। সেখানে পুলিশ এবং দমকলের প্রাথমিক রিপোর্ট পেশ করা হয়। সেই রিপোর্টে বলা হয়েছে বাগরি মার্কেটের অনেক ব্যবসায়ীর ট্রেড লাইসেন্সও নেই। মার্কেটে আগুন নেভানোর যে ব্যবস্থা ছিল বলে বলা হচ্ছে, তা ঠিক নয়। ঠিক হয়েছে আগামী পরশু ফের মন্ত্রিগোষ্ঠী বৈঠকে বসবে। বাগরি নিয়ে চূড়ান্ত রিপোর্ট দিতে বলা হয়েছে পুলিশ এবং দমকলকে। পাশাপাশি, কলকাতার বাকি বাজারগুলির অবস্থাও খতিয়ে দেখতে বলা হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2xs9vyF
September 18, 2018 at 11:12AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন