উদ্ধার হওয়া কচ্ছপের মাংসে পিকনিকের প্রস্তুতি, বাদ সাধল পুলিশ

ধূপগুড়ি, ১৭ সেপ্টেম্বরঃ ধূপগুড়ি পুর এলাকার ১৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বর্মনপাড়া। ধূপগুড়ি রেল স্টেশন সংলগ্ন এই এলাকায় বেশিরভাগ বাসিন্দা হয় কৃষিকাজ, না হয় মাছ চাষে যুক্ত। এলাকায় ছোট বড়ো জলাশয়ের সংখ্যাও নেহাত কম নয়। পাশেই কুমলাই নদী। মাত্র কদিন আগেই নদীর জল উপচে পড়েছিল এলাকায়। সোমবার সন্ধ্যায় সেখানেই পাড়ার ছেলেদের আয়োজিত বিশ্বকর্মা পূজোর নাচ-গান চলছিল জমিয়ো হঠাত্ এক অচেনা অতিথি রাস্তা পার হতে গিয়ে ছেলে ছোকরাদের চোখে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়। দেখা যায়, প্রায় ছয কেজি ওজনের একটি কচ্ছপ। বিশাল প্রাণীটিকে কাবু করতে গিয়ে আহতও হয় কয়েকজন। উপস্থিত এক পক্ষ সিদ্ধান্ত নিয়ে ফেলে- রাতেই পিকনিকের আয়োজন হবে। শুরু হয় কচ্ছপ কাটার প্রস্তুতি। কিন্তু সবাই সেই প্রস্তাবে রাজি ছিলেন না। মূলত রঞ্জন রায় এবং দিলীপ বর্মন নামে দুজন আপত্তি করেন পিকনিকের প্রস্তাবে। তাঁদের যুক্তি ছিল, কচ্ছপটিকে তুলে দিতে হবে বন দপ্তরের হাতে। সেই মতো কেউ একজন লুকিয়ে খবর দিয়ো দেন থানায়। শেষ পর্যন্ত ধূপগুড়ি পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয় কচ্ছপটিকে। ধূপগুড়ি হাইস্কুলের জীববিদ্যার শিক্ষক গুণময় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘খুব কাছাকাছি কচ্ছপের বেশ কয়েকটি প্রজাতি রয়েছে। তবে প্রাথমিকভাবে দেখে যা মনে হল এটি লুপ্তপ্রায় না হলেও বেশ বিরল প্রজাতির। কিন্তু বর্মনপাড়া এলাকায় এটি কী করে এল, তা খোঁজ নিয়ে দেখা দরকার।’
ধূপগুড়ি থানার আইসি সুবীর কর্মকার বলেন, ‘আমরা খবর পাই ওই এলাকায় একটি বিশাল কচ্ছপ দেখা গিয়েছে, যাকে আটক করেছে স্থানীয় কযেজন। কোনো খারাপ কিছু হওয়ার আগেই সেটিকে উদ্ধার করতে দুটি দলে পুলিশ পাঠানো হয়। তারাই উদ্ধার করে নিয়ে আসে সেটিকে। স্থানীয় কয়েকজন এই কাজে পুলিশকে সহায়তা করে যাদের আমরা ধন্যবাদ জানিয়েছি। বন দপ্তরের হাতে তুল দেওয়া হয়েছে সেটিকে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2xsgGXF

September 17, 2018 at 11:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top