জেলায় জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ পালিত

অনির্বাণ আগামী এ প্রতিপাদ্যকে  সামনে রেখে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিদ্যুৎ  ও জ্বালানি সপ্তাহ পালিত হয়েছে। এ উপলে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি’র যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্য্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। সকাল সাড়ে ১০টায় শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিঃ চাঁপাইনবাবগঞ্জ বিদ্যুৎ বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মন্নাফ, বিদ্যুৎ বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আইনাল হক, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি মো. মনিরুল ইসলাম, সহ-সভাপতি মো. আশরাফ আলী, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি’র ডিজিএম মোকসেদুল হাকিম, এজিএম (অর্থ) এস এম শাহিদুজ্জামান, এজিএম সোহেল রানা, এজিএম (রাজস্ব) মাসুদ রানা, শহর আ’লীগের সভাপতি মো. শরিফুল আলম, সাধারণ সম্পাদক অ্যাড. মো. মিজানুর রহমান প্রমুখ।
শিবগঞ্জ 
 আমাদের শিবগঞ্জ প্রতিবেদক জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় বিদ্যুৎ ও জ¦ালানি সপ্তাহ পালন হয়েছে। এবারের প্রতিপাদ্য হচ্ছে, “অনির্বাণ আগামী”। এ উপলে বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির শিবগঞ্জ জোনাল অফিসের যৌথ উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুতের শিবগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মাঈনুদ্দিন, শিবগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী আজমল হক। এছাড়া র‌্যালিতে অংশ নেয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বরুন কুমার মন্ডল, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, একাডেমিক সুপার ভাইজার আবদুল মান্নান, পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী বিপ্লবসহ অন্যরা।
গোমস্তাপুর
আমাদের গোমস্তাপুর প্রতিবেদক জানান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গোমস্তাপুর বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় বিভাগ নেসকো লিমিটেডের উদ্যোগে এ র‌্যালি বের হয়। র‌্যালি অফিস কার্যালয় থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হন, গোমস্তাপুর বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় বিভাগ নেসকো লিমিটেডের নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন মন্ডল, সহকারী প্রকৌশলী আব্দুলাহ আল ফারুক, উপ-সহকারী প্রকৌশলী অমিত হাসান আরিফ, নাজমুল হাসান ও সোহেল আকন্দ সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। জাতীয় বিদ্যুৎ ওজ্বালানী  সপ্তাহ উপলক্ষে আগামী তিনদিন ওয়ান স্টপ সার্ভিসে মাধ্যমে গ্রাহক সেবা প্রদান করা হবে।
ভোলাহাট 
 আমাদের ভোলাহাট প্রতিবেদক জানান, হয়রানীমুক্ত বিদ্যুতের অঙ্গিকার নিয়ে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ ২০১৮ (৬ হতে ৮ সেপ্টেম্বর’১৮) যথাযথভাবে বৃহস্পতিবার সকাল ১০টায় পালিত হয়েছে। এলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ভোলাহাট সাব-জোনাল অফিস আয়োজিত উদ্বোধনী ও বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নেয়, উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ্ আল মামুন, পবিস ভোলাহাট সাব-জোনাল অফিস এজিএম রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী শাহ্, জেলা সদস্য ও উপজেলা আওয়ামালীগ কোষাধ্যক্ষ পিয়ারজাহান, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী প্রকোশলী মনিমুল হক, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ কামাল উদ্দিন, পবিস ভোলাহাট সাব-জোনাল অফিসের ইসি আখতারুজ্জামানসহ তাদের সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। র‌্যালিটি উপজেলা পরিষদ হতে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তাদের কার্যালয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০৯-১৮


from Chapainawabganjnews https://ift.tt/2CqEwZx

September 06, 2018 at 07:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top