শিবগঞ্জে গানপাউডারসহ জামায়াতের ৩ নেতা আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গোপন বৈঠকের সময় ৫শ গ্রাম গানপাউডারসহ জামায়াতের তিন নেতাকে আটক করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। আটককৃতরা হল- উপজেলার শাজবাজপুর ইউনিয়ন জামায়াতের আমির ও কয়লার দিয়াড়ের মৃত মমতাজ আলীর ছেলে আবদুস সাত্তার (৫৪), শ্যামপুর ইউনিয়নের উমরপুর গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে আনসারুল ইসলাম (৪০) ও শাহবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়ার নঈমুদ্দিনের ছেলে এনামুল হক ওরফে জিন্নার (৫১)।
শিবগঞ্জ থানার ওসি সিকদার মশিউর রহমান জানান, বুধবার গভীর রাতে বেশ কয়েকজন জামায়াত নেতা শাহবাজপুর এলাকার নলডুবরি দাখিল মাদ্রাসার একটি আম বাগানে গোপন বৈঠক করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ৫শ’ গ্রাম গানপাউডারসহ তিনজনকে আটক করা হয়। এঘটনায় শিবগঞ্জ থানায় একটি বিস্ফোরক আইনে মামলা দায়ের হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক শিবগঞ্জ/ ০৬-০৯-১৮


from Chapainawabganjnews https://ift.tt/2Nk9g2I

September 06, 2018 at 07:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top