লন্ডন, ১১ সেপ্টেম্বরঃ ঐতিহাসিক ওভালে দ্রাবিড়ীয় ক্রিকেট সভ্যতার প্রমাণ রাখলেন মি. ডিপেন্ডবলের ছাত্র ঋষভ পন্থ। তিন নম্বর টেস্টে প্রথম সেঞ্চুরি। কঠিন পরিস্থিতিতে বুক চিতিয়ে লড়াইয়ে অ্যালিস্টার কুকের ফেয়ারওয়েল ম্যাচে রং ছড়ালেন। হারা ম্যাচেও ভারতীয় দলের লড়াই আরও রঙিন লোকেশ রাহুলের আকর্ষণীয় সেঞ্চুরিতে।
রাহুলের ১৪৯, ঋষভের ১১৪, দুজনের পার্টনারশিপে ২০৪ মানরক্ষার ম্যাচে জয়ের লক্ষ্য পূরণ না হলেও, ঋষভদের লড়াই চরম লজ্জা থেকে বাঁচিয়ে দিল ভারতীয় শিবিরকে।
চতুর্থ ইনিংসে ৪৬৪ করে জেতা অসম্ভব। গতকাল ২ রানে শিখর, পূজারা, কোহলিকে হারিয়ে তা আরও নিশ্চিত হয়ে যায়। দিনের শেষে স্কোর ছিল ৫৮-৩। মঙ্গলবার শেষ দিনে আজিঙ্কা রাহানে-লোকেশ রাহুলের সেঞ্চুরি পার্টনারশিপ লড়াই দিয়ে শুরু। এরপর লোকেশ-ঋষভ ব্যাটিং তাণ্ডবে ওভালে নতুন লোকগাঁথা তৈরির হওয়ার সম্ভাবনা তৈরি হয়। ১২১-৫ স্কোরে দুজনে জুটি বেঁধেছিলেন দিনের প্রথম সেশনে। জুটি যখন ভাঙল তখন দুপুর গড়িয়ে বিকেল। ভারতের স্কোর ৩২৫-এ পৌঁছে গিয়েছে।
লাঞ্চে ১৬৭-৫। চা পানে জুটি অবিচ্ছিন্ন রেখে ২৯৮-৫। শেষ সেশনে অবিশ্বাস্য কিছু ঘটতে চলেছে এমন একটা সম্ভাবনা তৈরিও হয়েছিল ঋষভদের ঘিরে। যদিও দুই ভারতীয়র রূপকথার দৌড়টা থেমে যায় চা পানের পর আদিল রশিদের জোড়া ধাক্কায়। ৩৩২ রানেই শেষ হয়ে যায় ভারতীয় ইনিংস। লোকেশ-ঋষভের পর আর কেউ দাঁড়াতে পারেননি ক্রিজে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2x6IKjj
September 11, 2018 at 10:44PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন