টেস্ট খেলার সুযোগ হয়নি ডেভিড মিলারের। প্রথম শ্রেণির ক্রিকেট দিয়ে লাল বলে নিয়মিত ছিলেন তিনি। তবে ক্রিকেটের লম্বা ফরম্যাটে আর দেখা যাবে না এই ব্যাটসম্যানকে। প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন তিনি। মঙ্গলবার লাল বলকে বিদায় বলেছেন মিলার। সীমিত ওভার ক্রিকেট, বিশেষ করে ওয়ানডে বিশ্বকাপের দিকে পুরো মনোযোগ দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। প্রোটিয়াদের হয়ে ১৭০টি সীমিত ওভার ম্যাচ খেলা মিলার ঘরোয়া ক্রিকেটে নাইটসের হয়ে খেলতেন প্রথম শ্রেণির ম্যাচ। ২০০৮ সালে প্রথম শ্রেণি ক্রিকেটে অভিষেক হওয়ার পর ৩৬.৩২ গড়ে করেছেন ৩ হাজার ৩৪২ রান। যদিও দক্ষিণ আফ্রিকার হয়ে কখনও টেস্ট খেলার সুযোগ হয়নি তার। সেই সুযোগ আসার আগেই নিজেকে গুটিয়ে নিলেন লাল বলের ক্রিকেট থেকে। সীমিত ওভারের ক্রিকেটের দিকে পূর্ণ মনোযোগ দিতেই এই সিদ্ধান্ত মিলারের, সিদ্ধান্তটা কঠিন ছিল। লাল বলে খেলাটা সবসময়ই পছন্দ ছিল আমার। কিন্তু সাদা বলের ক্রিকেটে মনোযোগী হতেই সিদ্ধান্তটা নিয়েছি। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের কথাটাও যোগ করেছেন সঙ্গে, এটা আমার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বিশেষ করে সামনের বছরই যেখানে বিশ্বকাপ। ডলফিনসের হয়ে সীমিত ওভারের ক্রিকেট চালিয়ে যাব আমি। আর এই মৌসুমে শিরোপা জেতার জন্য নিজের সেরাটা দিয়ে সাহায্য করব। ক্রিকবাজ তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন এইচ/২২:৪২/১১ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2x0eEi4
September 12, 2018 at 04:45AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top