কলকাতা, ২৩ সেপ্টেম্বর- উত্তর দিনাজপুরের ইসলামপুরে স্কুলে গুলিবিদ্ধ হয়ে ছাত্র খুনের ঘটনা নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তৃণমূল কংগ্রেসের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছেন, ২০১৩ তে সংস্কৃত এবং উর্দূ এই দুটি ভাষাতেই ওই স্কুল শিক্ষক চেয়েছিলেন৷ মন্ত্রী আরও বলেন, যদি দেখি স্কুলের ম্যানেজিং কমিটির কেউ দায়িত্ব পালন করেননি, তাহলে ওই কমিটি ভেঙে দেব৷ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷ শিক্ষামন্ত্রীর বক্তব্য, দোষীদের শাস্তি হবেই৷ স্কুলে খুন হলে কেউ দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না৷ সাধারণ মানুষের কাছে আবেদন, বিজেপির বনধ ব্যর্থ করুন৷ ওই ঘটনার নেপথ্যে রয়েছেন আরএসএস৷ বিজেপি বাঁচার চেষ্টা করছে৷ সেই কারণেই সঙ্ঘ পরিবারকে নামিয়েছে৷ পার্থবাবু আরও বলেন, আমি বিশ্বাস করি, যে ছাত্ররা শিক্ষক চায়, তারা স্কুল লন্ডভন্ড করতে পারে না৷ বিজেপি আরএসএস-কে স্বীকার করতে হবে, এটা তারাই করেছে৷ এই ঘটনাকে সামনে রেখে রাজ্যের দিকে দিকে অশান্তি পাকানোর চেষ্টা করছে বিজেপি৷ মন্ত্রীগোষ্ঠী এবং পর্যবেক্ষকদের নিয়ে কাল তৃণমূল ভবনে বৈঠক হবে৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ একে/০৫:২০/২৩ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OJU509
September 23, 2018 at 11:19PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন