আলিপুর চিড়িয়াখানায় দুই নতুন অতিথি

কলকাতা, ১ সেপ্টেম্বরঃ আলিপুর চিড়িয়াখানায় জন্ম হল একটি ক্যাঙারু ও একটি সিংহের। দু’দিন আগে ক্যাঙারু ও তিন-চারদিন আগে সিংহশাবকটির জন্ম হয়। শাবক দু’টির ওপর বিশেষভাবে নজর রাখা হচ্ছে। শাবক দুটির লিঙ্গ নির্ধারন সম্ভব হলে তাদের নামকরণ করা হবে। আপাতত, বিশেষজ্ঞ চিকিৎসকরা শাবকদু’টির দেখভাল করছেন।

চিড়িয়াখানার অধিকর্তা আশিসকুমার সামন্ত বলেন, শেষবার ১৯৯১ সালে সিংহের জন্ম হয়েছিল আলিপুর চিড়িয়াখানায়। তারপর সিংহের সংখ্যা দাঁড়িয়েছিল ৪। তারমধ্যে বর্তমানে ২টি অসুস্থ। তাদের চিকিৎসা চলছে। বাকি দুটি সুস্থ পুরুষ ও মহিলা সিংহই জন্ম দিয়েছে এই নতুন শাবকের। সিংহশাবকের সুরক্ষার জন্য ওর কাছে যাওয়া যাচ্ছে না। জনসমক্ষে আসতে ওর আরও ২ মাস সময় লাগবে।

গত বছর এপ্রিল মাসে জাপান থেকে আনা হয়েছিল চারটি ক্যাঙারু। ক্যাঙারুশাবকটি এখন মায়ের থলের ভিতর রয়েছে। বাইরে আসতে তার আরও ৩-৪ মাস সময় লাগবে বলে জানিয়েছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ovKbE4

September 01, 2018 at 05:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top