সাউদাম্পটন, ২ সেপ্টেম্বরঃ প্রথম ইনিংসে মিডল অর্ডারের ব্যর্থতা হাড়ে হাড়ে টের পাচ্ছেন বিরাট কোহলি। প্রথম দিনে ইংল্যান্ডকে ২৪৬ রানে অলআউট করেও চতুর্থ টেস্টে কঠিন চ্যালেঞ্জের মুখে। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের লিড ইতিমধ্যেই ২৩৩ রানের। এখনও হাতে রয়েছে দুই উইকেট। তার থেকেও বড়ো কথা ক্রিজে রয়েছেন স্যাম কারান। যার ব্যাটিং এই সিরিজে বারবার ভুগিয়েছে ভারতকে।
তৃতীয় দিনে শুরুটা খারাপ করেনি ভারত। ১২২ রানে ইংল্যান্ডের পাঁচ উইকেট ফেলে দিয়েছিলেন ভারতীয় বোলাররা। তখনও ইংল্যান্ডের লিড ১০০ ছোঁয়নি। কিন্তু তারপরই বেন স্টোকস আর কারানকে নিয়ে প্রাচীর হয়ে দাঁড়ালেন জোশ বাটলার। তিনি ৬৯ রানে যখন আউট হলেন তখন অনেকটাই বাড়িয়ে ফেলেছে ইংল্যান্ড। বিরাটরা যদিও দাবি করছেন, তাঁরা রান তাড়া করতে সক্ষম। কিন্তু পিচ ক্রমশ স্লো হয়ে আসছে। আর বিরাটের ভারতের রান তাড়া করার রেকর্ড একেবারেই ভালো নয়। তাই চতুর্থ টেস্টে ২-২ নাকি ১-৩ হয়ে সিরিজ হাতছাড়া, বিরাটদের ভাগ্যে কী লেখা রয়েছে, তা পরিষ্কার হয়ে যাবে চতুর্থ দিনেই।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MJTwGA
September 02, 2018 at 11:18AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন