মরশুমের প্রথম ডার্বি দ্বৈরথ আজ

কলকাতা, ২ সেপ্টেম্বরঃ মরশুমের প্রথম ডার্বিতে আজ যুববভারতীতে মুখোমুখি হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গল। চিরকালীন দ্বৈরথ তো বটেই,তারই সঙ্গে এদিনের ম্যাচেই ঠিক হয়ে যেতে পারে, কলকাতা লিগ কাদের ঘরে আসতে চলেছে। আজ জিতলে ইস্টবেঙ্গলের অষ্টমবার লিগ জয় শুধু সময়ের অপেক্ষা। অন্যদিকে, আই লিগ বা ফেডারেশন কাপে ভালো ফল করলেও বহু বছর ধরে কলকাতা লিগ অধরাই থেকে গিয়েছে সবুজ-মেরুনের। তাই অধরা লিগ মোহনবাগানের ঘরে আসে কী না, সে দিকেও তাকিয়ে রয়েছেন দর্শকরা। ডার্বিতেই মাঠে নামবেন সদ্য বিশ্বকাপ খেলে ওঠা কোস্টারিকার ডিফেন্ডার জনি আকোস্টা। তাঁকে নিয়েই স্বপ্নে বুক বাঁধছেন লাল-হলুদ সমর্থকরা। তবে আশঙ্কাও রয়েছে। এদিনই প্রথম খেলতে নামবেন আকোস্টা। তাই মোহনবাগানের দিপান্ডা ডিকা, কিংসলে হেনরিদের আটকাতে কতটা সক্ষম হবেন তিনি, তা নিয়ে প্রশ্ন থাকছেই। তবে জনতা এতকিছু নিয়ে ভাবতে নারাজ। দুপক্ষেরই দাবি, ডার্বি চাই।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MLUna8

September 02, 2018 at 10:52AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top