কাশ্মীরের সোপিয়ানে শুরু সেনা-জঙ্গি গুলির লড়াই

শ্রীনগর, ২ সেপ্টেম্বরঃ রবিবার সকাল থেকে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু হল জম্মু ও কাশ্মীরে। এদিন সোপিয়ান জেলার লাড্ডি এলাকায় শুরু হয় লড়াই। ঘটনায় এখন হতাহতের সংখ্যা জানা না গেলেও বেশ কয়েকজন জঙ্গিকে পাকড়াও করার খবর মিলেছে। রবিবার ভোরে নিরাপত্তাবাহিনীর কাছে খবর আসে সোপিয়ানের লাড্ডি এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন জঙ্গি। এরপরই ওই এলাকা ঘিরে ফেলে বাহিনী। সেনা সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তাবাহিনী পৌঁছতেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দিতে শুরু করে নিরাপত্তাবাহিনীও।প্রসঙ্গত দিন তিনেক আগে দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন এলাকা থেকে পুলিশকর্মীদের পরিবারের বেশ কয়েকজন আত্মীয়কে অপহরণ  জঙ্গিরা। উদ্দেশ্য ছিল দর কষাকষি  করে বন্দি জঙ্গিদের ছাড়িয়ে আনা। কিন্তু সেনাবাহিনীর ও জম্মু-কাশ্মীর পুলিশের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, কোনো আপোষ করা হবে না জঙ্গিদের সঙ্গে। এরপরই শনিবার মুক্তি দেওয়া হয় পুলিশকর্মীদের আত্মীয়দের। তারপরই ফের লড়াই বুঝিয়ে দিচ্ছে জঙ্গিদের প্রতি কোনো দয়ামায়া দেখাতে নারাজ নিরাপত্তাবাহিনী।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2wwu25M

September 02, 2018 at 10:29AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top