কলকাতা, ১৮ সেপ্টেম্বর- প্রায় তিন দিন ধরে জ্বলছে শহরের ঐতিহ্যবাহী মার্কেট। এখনও বেরিয়ে আসছে আগুনের ফুলকি, শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। আর সেখানে প্রানপণ লড়াই করে চলেছেন দমকলকর্মীরা। শনিবার মধ্যরাতে আড়াইটা নাগাদ আগুন লাগে। ছুটে আসে দমকলের ইঞ্জিন। তারপর থেকে চলছে শুধুই লড়াই। অনেক দমকলকর্মীই এখনও পর্যন্ত বাড়িমুখো হননি। নাওয়া-খাওয়া প্রায় বন্ধ বললেই চলে। এর মধ্যেই চলছে কাজ। সঙ্গে প্রাণের ঝুঁকি। কালো ধোঁয়ায় অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। তবুও থেমে নেই দমকলবাহিনী। দমকলকর্মীদের একাংশের দাবি, মঙ্গলবার বিকেলে স্তিমিত হতে পারে আগুন। তবে তাতেও দমকলকর্মীদের ফেরা হবে না। কারণ আগুন নিভলেও, ঝুঁকি থেকেই যাচ্ছে। বিস্ফোরণের জেরে বড় বড় ফাটল তৈরি হচ্ছে। পাশাপাশি, জল ঢুকে অবস্থা আরও ভয়াবহ হয়েছে। বাড়িটা এমনিতেই পুরনো, তাই দুর্ঘটনার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নেই কোনো মাস্ক বা ফায়ার প্রোটেকশনের জন্য কোনও বিশেষ ধরনের পোশাক। সাধারণ ইউনিফর্ম পরেই ভিতরে ঢুকছেন তাঁরা। কেন কোনও ব্যবস্থা ছাড়া তাঁরা ভিতরে যাচ্ছেন, সে ব্যাপারে নিশ্চুপ কর্তৃপক্ষ। এদিকে, তিনতলার উপরে আর ল্যাডার তোলা যাচ্ছে না। বিল্ডিংটা প্রায় ছতলার। ফলে, কোনও কোনও ক্ষেত্রে দেখা যাচ্ছে, দেহের খানিকটা অংশ জানলা দিয়ে ভিতরে গলিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। তথ্যসূত্র: কলকাতা২৪৭ একে/০৬:১৮/১৮ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xk9z4f
September 19, 2018 at 12:17AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top