কলকাতা, ১৮ সেপ্টেম্বর- ৫৬ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি বাগরির আগুন। বাড়ছে আতঙ্ক। মঙ্গলবার সকাল থেকে বাগরি মার্কেটের দেওয়ালের বিভিন্ন জায়গায় বড়সড় ফাটল দেখা দিচ্ছে। থেকেই থেকেই দেখা যাচ্ছে আগুনের ফুলকিও। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও কলকাতা পুলিশের কমব্যাট ফোর্স যৌথভাবে অভিযানে নেমেছে। যে কোনও সময় যে কোনও অংশ ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছেল হিমসিম খাচ্ছে দমকল। দেওয়ালে জল ঢেলে ঠাণ্ডা করার কাজ চলছে। কমব্যাট ফোর্স থার্মো ক্যামেরা নিয়ে এসে অপারেশন চালাচ্ছে। বাগরি মার্কেটের সামনের দিকে রয়েছে গেট ডি৷ গ্রাউন্ড ফ্লোরে এখানকারই একটি দোকানে বোঝাই করা ছিল চামড়ার নানা সামগ্রী৷ দোকান পুড়ে ছাই হয়েছে আগেই৷ সেখানে থেকেই পোড়া জিনিসপত্র সরাচ্ছিলেন উদ্ধারকারীরা৷ সোমবার আচমকাই পিছনের দিকে দেওয়ালটি পুরো ধসে পড়ে৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ একে/০৬:২৩/১৮ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PLLgTB
September 19, 2018 at 12:22AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন