টাইফুনে বিপর্যস্ত জাপান

টোকিও, ৪ সেপ্টেম্বরঃ টাইফুন জিবির তাণ্ডবে বিপর্যস্ত জাপান। গত ২৫ বছরের মধ্যে এটাই সবচেয়ে জোরালো সামুদ্রিক ঝড় বলে সেদেশের আবহাওয়া দপ্তর জানিয়েছে। ঝড়ে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। আহত ১৬০ জন। প্রায় ১০ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বহু বাড়িঘর ভেঙে পড়েছে। উপকূল এলাকায় ঝড়ের গতি ছিল ঘণ্টায় ১৭২ কিলোমিটার। জাপান সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, ওসাকা উপসাগরের একটি জাহাজ ঝড়ে ভেসে গিয়ে কিয়োটোর একটি রেল সেতুতে ধাক্কা মারে। যার জেরে কিয়োটোর সঙ্গে দেশের বাকি অংশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। শিকোকু ও হনসু দ্বীপের কয়েকহাজার বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গিয়েছে প্রশাসন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2CkJ9o4

September 04, 2018 at 11:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top