নটিংহাম, ০৪ সেপ্টেম্বর- ভারতের বিপক্ষে ওভালে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলবেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালিস্টার কুক। ৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া টেস্ট খেলে অবসরে যাবেন সর্বকালের সেরা টেস্ট ওপেনার। নিজের অবসরের খবর গতকাল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন কুক। অবসরের ঘোষণা দিয়ে এক বিবৃতি প্রকাশ করেছেন কুক। বিবৃতিতে কুক বলেছেন,গত কয়েক মাসে অনেক চিন্তা ও মতবিনিময়ের পর, আমি ভারতের বিরুদ্ধে এই টেস্ট সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি। যদিও আজ বিষাদের দিন তবুও আমি মুখে বড় হাসি নিয়ে ভাবতে পারছি, আমি আমার সর্বোচ্চটুকু উজার করে দিয়েছি। আর কিছু দেওয়ার নেই। কুকের বিদায় ঘোষণার পর পুরো ক্রিকেট বিশ্ব তার বর্নাঢ্য ক্যারিয়ার নিয়ে তাকে প্রশংসায় ভাসাচ্ছেন। মাইকেল ভন সরাসরি বলেছেন,ইংল্যান্ডকে কুকের চেয়ে বেশি দিতে পারেননি কেউ। প্রশংসা করেছেন প্রাক্তন ইংলিশ অধিনায়ক নাসের হুসেনও। তিনি বলেছেন, ও ইংল্যান্ডের গ্রেটেস্ট ব্যাটসম্যান হয়ে থাকবে। আমরা দেখা মানসিকভাবে সবচেয়ে কঠিন ক্রিকেটার সে। সত্যিকারের স্মরণীয় ক্রিকেটার কুক। কুক বন্দনায় যখন পুরো মেতে উঠেছে ঠিক তখনই উল্টো পথে হাঁটলেন ডেভিড লয়েড। প্রাক্তন এ ইংলিশ ক্রিকেটার মনে করেন, ওভালে ভারতের বিপক্ষে শেষ টেস্ট কুককে খেলতে দেওয়া উচিত নয়। তার মতে, যেহেতু কুকের দেওয়ার মতো কিছু নেই তাহলে কেন তাকে একাদশে রাখতে হবে? ডেভিড লয়েড এক এক কলামে লিখেছেন,আমি ওভালে অ্যালিস্টার কুককে খেলানোর পক্ষে নেই। সময় শেষএর অর্থ সময় শেষ। তাই কুককে আরেকটি টেস্ট খেলানোর পক্ষে নই আমি। শুধুমাত্র তার টেস্ট অর্জনের জন্য তাকে আরেকটি টেস্ট খেলাতে হবে! একজন যখন অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তখন তাকে শুধু বইয়ের পাতায় মানায়। ওভাল টেস্টে আরেকজনকে দেখার সঠিক সময়। ভবিষ্যত বেছে নেওয়ার এটাই সেরা সময়। কুককে বিদায়ী টেস্ট খেলতে দেওয়ার পক্ষে না থাকলেও কুককে প্রশংসায় ভাসিয়েছেন ৭১ বছর বয়সি লয়েড,অ্যালিস্টার কুক অসাধারণ খেলোয়াড়। ক্রিকেটের দূত সে। ইংলিশ ক্রিকেটকে প্রতিনিধিত্ব করা অন্যতম সেরা খেলোয়াড়। কিন্তু তাকে ওভালে দেখতে চাই না। তাকে ম্যাচের আগে সংবর্ধনা দেওয়া হোক। তাকে বিদায়ী বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া হোক। এরপর ড্রেসিং রুমে বসে খেলাটা উপভোগ করুক। কিং ইজ ডেড। লং লিভ কিং। তথ্যসূত্র: রাইজিংবিডি এইচ/২৩:১৯/০৪ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PBGNml
September 05, 2018 at 05:19AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top