মাঝ আকাশে যাত্রীদের নাক-কান দিয়ে রক্ত, জরুরি অবতরণ বিমানের

মুম্বই, ২০ সেপ্টেম্বর ঃ আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানের যাত্রীদের নাক,কান থেকে বের হতে শুরু করল রক্ত। যার জেরে মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণ করল জয়পুরগামী জেট এয়ারওয়েজের বিমান। বিমানের ভিতর অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার জেরেই এই বিপত্তি বলে জানা গিয়েছে। ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। চিত্কার চেঁচামেচি শুরু করে দেন তাঁরা। আপদকালীন অক্সিজেন মাস্ক ব্যবহার করে অবস্থার কিছুটা সুরাহা হয়। অসুস্থয় যাত্রীদের হাসপাতালে ভরতি করা হয়েছে। ভোর সাড়ে পাঁচটা নাগাদ মুম্বই থেকে জয়পুরের দিকে রওনা দেয় বিমানটি। যাত্রী ছিলেন ১৬৬ জন। কিন্তু বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যে যাত্রীদের মধ্যে শুরু হয় প্রচন্ড চিৎকার। বিমানে থাকা ১৬৬জন যাত্রীদের মধ্যে ৩০ জন যাত্রীর নাক ও কান দিয়ে রক্ত বেরিয়েছে বলে জানা গিয়েছে।  জেট ওয়ারওয়েজের তরফে জানানো হয়েছে বিমানের মধ্যে থাকা বায়ুচাপ সঠিক ভাবে নিয়ন্ত্রণ না হওয়ার কারণে যাত্রীদের নাক ও কান দিয়ে রক্ত বেরোতে শুরু করে। ঘটনার জেরে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ। পরে যদিও ১০টা ১৫ মিনিটে ফের বিমানটি জয়পুরের উদ্দেশে উড়ে যায়। তবে দুর্ঘটনার সময় প্লেনে থাকা ক্রু মেম্বার ও পাইলটদের বসিয়ে দেওয়া হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2pmsrLF

September 20, 2018 at 11:23AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top