শিলিগুড়ি, ২০ সেপ্টেম্বরঃ বৃহস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিতে ভাসছে শিলিগুড়ি শহরসহ আশপাশের এলাকা। জল জমেছে কলেজপাড়া, হাসপাতালমোড়, হায়দরপাড়া, শক্তিগড়, চম্পাসারি সহ বিস্তীর্ণ এলাকায়। প্রতিবার বৃষ্টিতে বেহাল নিকাশি ব্যবস্থার জন্য শহরের রাস্তায় জল জমায় তিতিবিরক্ত সাধারণ মানুষ। এদিনও স্কুল-কলেজ-অফিসের সময় কোথাও কোথাও হাঁটু সমান জল পেরিয়ে যেতে হয় তাঁদের। বিশেষ করে, বৃষ্টি ও জল জমার কারণে অনেক রাস্তায় টোটো বন্ধ হয়ে যাওয়ায় শহরের মানুষের ভোগান্তি বাড়ে। এদিন সকালে বৃষ্টিতে শক্তিগড়সহ কিছু এলাকায় বাড়িতে জল ঢুকেছে। এতেও ক্ষুব্ধ অনেকে। শহরের মেয়র বাইরে থাকায় মানুষের ক্ষোভ আরও বাড়ছে।
ছবিঃ বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ি শহর।–রাহুল মজুমদার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MNJ7oO
September 20, 2018 at 11:06AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন