আবু ধাবি, ১৯ সেপ্টেম্বর- এশিয়া কাপের গ্রুপপর্বের ম্যাচে নেমেছে ভারত-পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের হাইভোল্টেজ ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সরফরাজ আহমেদ। উইকেটে অপরাজিত আছেন শোয়েব মালিক (৪০) এবং আসিফ আলি। ওপেনিংয়ে নামেন ফখর জামান এবং ইমাম উল হক। ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই ভুবনেশ্বর কুমার ফিরিয়ে দেন ইমাম উল হককে। উইকেটের পেছনে মহেন্দ্র সিং ধোনির গ্লাভসবন্দি হওয়ার আগে ৭ বলে ২ রান করেন ইমাম। দলীয় ২ রানের মাথায় প্রথম উইকেট হারায় পাকিস্তান। স্কোরবোর্ডে আর মাত্র ১ রান যোগ হতেই সাজঘরে ফেরেন আরেক ওপেনার ফখর জামান। ইনিংসের পঞ্চম ওভারের প্রথম বলে ভুবনেশ্বর নিজের দ্বিতীয় উইকেটটি তুলে নেন। টপএজ হয়ে মিড-উইকেটে ক্যাচ দেওয়ার আগে ফখরের ব্যাট থেকে কোনো রান আসেনি। দলীয় ৬০ রানের মাথায় হারদিক পান্ডের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন শোয়েব মালিক। তবে, ঝাপিয়ে পড়েও বল গ্লাভসবন্দি করতে পারেননি ধোনি। তখন শোয়েব মালিক ব্যক্তিগত ২৬ রানে ছিলেন। ৮৫ রানের মাথায় বাবর-শোয়েবের ৮২ রানের জুটি ভাঙেন কুলদীপ যাদব। ইনিংসের ২২তম ওভারের দ্বিতীয় বলটি এগিয়ে এসে খেলতে চেয়েছিলেন বাবর আজম। বলের লাইন মিস করে বোল্ড হতে হয় ৬২ বলে চারটি চারের সাহায্যে ৪৭ রান করা বাবরকে। কুলদীপের বলে ব্যক্তিগত ৩৮ রানের মাথায় আবারো মিড-উইকেটে ক্যাচ তুলে দিয়েছিলেন শোয়েব মালিক, সেটা নিতে পারেননি ভুবেনেশ্বর। ইনিংসের ২৫তম ওভারে কেদার যাদব ফিরিয়ে দেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদকে। বাউন্ডারি লাইনে বদলি খেলোয়াড় মনিশ পান্ডের দুর্দান্ত এক ক্যাচে সাজঘরে ফেরেন ১২ বলে ৬ রান করা সরফরাজ। দলীয় ৯৬ রানের মাথায় পাকিস্তান চতুর্থ উইকেট হারায়। এর আগে গ্রুপের অন্য দল হংকংয়ের বিপক্ষে নেমেছিল ভারত এবং পাকিস্তান। প্রথম ম্যাচে পাকিস্তান হংকংকে হারিয়েছিল ৮ উইকেটের বড় ব্যবধানে। আর ভারতের বিপক্ষে হংকং হারে ২৬ রানের ব্যবধানে। বাছাইপর্বে এই হংকং সংযুক্ত আরব আমিরাতকে ফাইনালে হারিয়ে এশিয়া কাপে এসেছিল। বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় মাঠে নামে ভারত-পাকিস্তান। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি। খেলা দেখার জন্য ওয়েবসাইটটি ভিজিট করুন: https://ift.tt/2xIusbY ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, কেদার যাদব, হারদিক পান্ডে, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, যুভেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদব। পাকিস্তান একাদশ: ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলি, শাদাব খান, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, হাসান আলি এবং উসমান খান। সূত্র: সারাবাংলা এমএ/ ০৭:২২/ ১৯ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NW5a0Z
September 20, 2018 at 01:31AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top