ঢাকা, ১৯ সেপ্টেম্বর- এশিয়া কাপের ১৪তম আসরের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলতে গিয়ে দ্বিতীয় ওভারে লঙ্কান বোলার সুরাঙ্গা লাকমালের বলে ইনজুরিতে পড়েন বাংলাদেশের ড্যাশিং ব্যাটসম্যান তামিম ইকবাল। পরে মাঠ থেকে সরাসরি হাসপাতালে চলে যান তিনি। সেখানে স্ক্যান করে দেখা যায় তার কব্জিতে তিন থেকে চার জায়গায় চিড় ধরেছে। যার দরুন চার সপ্তাহের জন্য দল থেকে ছিটকে যান। সেই সঙ্গে এশিয়া কাপ থেকে বিদায় নিতে হয়। এশিয়া কাপ থেকে ছিটকে পড়ায় মঙ্গলবারই দেশে ফিরে এসেছেন ওপেনার তামিম ইকবাল। তার শারীরিক অবস্থা জানার জন্য আজ (বুধবার) দুপুরে তামিম ইকবালকে ফোন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তামিম ছিটকে পড়া ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ের একেবারে শেষ মুহূর্তে অবিশ্বাস্য এক কাণ্ড ঘটিয়ে ক্রিকেট বিশ্বে তোলপাড় ঘটান। ৪৬.৫ ওভারে মুস্তাফিজ আউট হওয়ার পর সবাই যখন বাংলাদেশের ইনিংস শেষ ধরে ছিলেন তখনই ডান হাতে ব্যাট নিয়ে মাঠে প্রবেশ করেন তামিম। মাঠে নেমেই সুরাঙ্গা লাকমালের একটি বল একহাতে মোকাবেলা করেন। দেশের জন্য তামিমের এ সাহসীকতা প্রশংসিত হয় দেশে-বিদেশে। প্রধানমন্ত্রী ফোন করে তামিমকে বলেন, তোমরা দেশের সম্পদ। বহির্বিশ্বে দেশের মুখ দিন দিন উজ্জ্বল করছো। নিজেদের শরীরের প্রতিও যত্ন নিতে হবে। খেলায় হার-জিত থাকবেই। ওইদিনের ম্যাচে সাহসী ভূমিকার জন্য তামিমকে ধন্যবাদ জানান তিনি। প্রধানমন্ত্রী প্রয়োজনে বিদেশে গিয়ে চিকিৎসা করানোর জন্য বলেন তামিমকে। কুণ্ঠাবোধ না করে যে কোনো বিষয় তাকে জানাতেও বলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেষ পর্যন্ত বাংলাদেশ সেই ম্যাচে শ্রীলঙ্কাকে ১৩৭ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে। এমএ/ ০৭:৩৩/ ১৯ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OCSucG
September 20, 2018 at 01:44AM
19 Sep 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top