কলকাতা, ১৬ সেপ্টেম্বর- যেখানে বিপর্যয় সেখানেই বিপিন গনত্রা৷ প্রাণ বিপন্ন করে নিরলসভাবে করে চলেন উদ্ধারের কাজ৷ বাগরি মার্কেটে আগুন লাগার পর এদিনও তিনি সক্রিয়৷ দমকল বাহিনীর সঙ্গী হয়েছেন পদ্মশ্রী বিপিন৷ বয়স তখন মাত্র ১২ বছর৷ বাইকের তেলের ট্যাঙ্কের সামান্য ফুলকি থেকে অগ্নিদগ্ধ হয়ে মারা যান কিশোর বিপিন গনত্রার দাদা৷ সেই ক্ষত এখনও দগদগে ঘায়ের মত হয়ে রয়েছে বছর ষাটেকের বিপিনের মনে৷ মর্মান্তিক এই পরিণতি যাতে অন্য কারোর সঙ্গে না হয় সেই তাগিদেই উদ্ধারের কাজে ছুটে যাওয়া তাঁর৷ কোথাও আগুনের খবর পেলেই সেখানে ছুটে যাওয়া ছোট থেকেই বিপিন গনত্রার স্বভাব৷ দীর্ঘ ৪০ বছর এই কাজ করে চলেছেন তিনি৷ সত্যনারায়ণ মার্কেটই হোক বা নন্দরাম বাজারের আগুন৷ পরিস্থিতি স্বাভাবিক করতে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের সঙ্গে হাত লাগিয়েছেন বিপিন৷ ফাঁক পড়েনি স্টিফেন কোর্ট বা হাতিবাগান বাজারে আগুন নেভানোর কাজেও৷ এদিনও সকাল থেকে বাগরি মার্কেটে ব্যস্ত তিনি৷ কিশোর থেকে আজ বৃদ্ধ হয়েছেন মধ্য কলকাতার বাসিন্দা বিপিন গনত্রা৷ কিন্তু মনের উৎপীড়ন থেকেই কর্তব্যে ছেদ নেই তাঁর৷ অক্লেশে তিনি বলেন, বিপর্যয়ের পর উদ্ধারে সাহায্য করতে না পারলে নিজেকে অপরাধী বলে মনে হয়৷ আজকের ভয়াবহতা দেখে তাই ছুটে চলে এলাম৷ তাঁর এই উদ্যোগকে অবশ্য কুর্নিশ জানিয়েছে দমকল৷ বিপিন গনত্রাকে দেওয়া হয়েছে সাম্মানিক দমকল কর্মীর পদ৷ দেওয়া হয়েছে দমকল কর্মীদের উর্দি৷ ২০১৭ সালে তিনি পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন৷ এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে একাধিক দেশি, বিদেশী পুরস্কার৷ বসে থাকতে নারাজ বিপিন৷ কাজ করে যেতে চান তিনি৷ তাইতো নাওয়া খাওয়া ভুলে রবিবারও আগুনে পুড়ে যাওয়া বাগরি মার্কেটে উদ্ধার কাজে ছুটে গিয়েছেন বছর ষাটেকের এই যুবক৷ আগুনের সর্বগ্রাসী শিখার মাঝেও আশার আলো বিপিন গনত্রা৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ একে/০৬:১৫/১৬ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2QzcM84
September 17, 2018 at 12:14AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top