এয়ার ইন্ডিয়ার ১১৪৬.৮৬ কোটি টাকা ভাড়া বকেয়া রেখেছে কেন্দ্র

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বরঃ এয়ার ইন্ডিয়ার সরকারি অর্থ পাওনা দাঁড়িয়েছে ১১৪৬.৮৬ কোটি টাকা। সম্প্রতি তথ্য জানার অধিকার সংক্রান্ত এক আবেদনের জবাবে এই খবর জানা গিয়েছে।

জানা গিয়েছে, সরকারের তরফে জাতীয় এই উড়ান সংস্থাকে বিভিন্ন ভিভিআইপি চার্টার ফ্লাইটের জন্য মোটা টাকার বিমানভাড়া পরিশোধ করেনি। ২৬ সেপ্টেম্বর অবসরপ্রাপ্ত কমোডর লোকেশ বাত্রার আবেদনের ভিত্তিতে বিস্তারিত হিসেব দাখিল করে এয়ার ইন্ডিয়া। হিসেব অনুযায়ী, প্রতিরক্ষা দপ্তরের থেকে সংস্থার বকেয়া ভাড়ার পরিমাণ ২১১.১৭ কোটি টাকা। কেন্দ্রীয় মন্ত্রিসভা ও প্রধানমন্ত্রীর দপ্তরের থেকে পাওনা ৫৪৩.১৮ কোটি টাকা এবং বিদেশ মন্ত্রকের থেকে পাওনা ৩৯২.৩৩ কোটি টাকা।
জানা গিয়েছে, এর মধ্যে রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি এবং উদ্ধারকাজ বাবদ পাওনা কিছু অনাদায়ী বিল প্রায় ১০ বছরের পুরনো। চলতি বছরের মার্চ মাসে পেশ করা হিসেব অনুযায়ী ৩২৫ কোটি টাকা বকেয়া সরকারি অর্থ পাওনা ছিল এয়ার ইন্ডিয়ার, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ১১৪৬.৮৬ কোটি টাকায়।
বাত্রার দাবি, ২০০৬ সাল থেকে বেশ কিছু বিল বাকি থাকা সত্ত্বেও এবং তা নিয়ে ক্যাগ মন্তব্য করলেও সরকারের তরফে বকেয়া ভাড়া শোধ করার বিষয়ে কোনও উদ্যোগ নেওয়া হয়নি।
উল্লেখ্য, বাজারে এয়ার ইন্ডিয়ার মোট দেনার পরিমাণ ৫০,০০০ কোটি টাকারও বেশি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2RcBk7i

September 30, 2018 at 10:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top