রায়গঞ্জ, ১৩ সেপ্টেম্বরঃ যাত্রীবাহী ট্রেকার এর সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে জখম ১১ জন যাত্রী। গুরুতর আহত হয়েছেন অন্তত ৪ জন। বৃহস্পতিবার দুপুরে করণদিঘি থানার বিলাসপুর এলাকার বালিয়া মোড় ৩৪ নম্বর জাতীয় সড়কের ঘটনা। স্থানীয়রাই উদ্ধার করে আহতদের। আহতরা হলেন, বিশ্বজিৎ দাস (১৪), সুব্রত দে(২৬), আলিমুদ্দিন আলি(৩০), মহন্মদ সাইদুল(২৫), তারিকুর হেসেন(৩৮), মহিউদ্দিন রহমান(২৫), আজাবুর রহমান(৫২), সইদুল হক(৪৪), বিমল হেমব্রম(২৩), রেজাউল আলম(২৩) ও মহন্মদ আনসার (২০)। আশঙ্কাজনক সুব্রত দে, আবু হেসেন, সইদুল হক ওরফে সুফি, মহন্মদ সাইদুলকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ট্রেকারের খালাসী সুব্রত দে’র বাড়ি রায়গঞ্জ থানার সাহাপুর গ্রামে। বাকি তিন জনের বাড়ি বিহারের কাঠিহার জেলার বলরামপুর থানার দাড়িভিটা গ্ৰামে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যাত্রীবাহী ট্রেকারটি ডালখোলার দিকে যাচ্ছিল। উলটো দিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেকারে ধাক্কা মারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় করণদিঘি থানার পুলিশ। লরিটিকে আটক করলেও চালক পলাতক। দুর্ঘটনার জেরে দু’ঘন্টা জাতীয় সড়ক বন্ধ ছিল।
সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OdkzH8
September 13, 2018 at 09:18PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন