নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বরঃ জনপ্রিয় পেনকিলার স্যারিডনকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র। স্যারিডন ছাড়াও আরও ৩২৭টি ফিক্সড ডোজ কম্বিনেশন (এফডিসি) ওষুধ তৈরি, বিক্রি, ও সরবরাহে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ত্বকের ক্রিম প্যানডার্ম, ডায়াবেটিসের কম্বিনেশন ড্রাগ গ্লুকোনর্ম পিজি, অ্যান্টিবায়োটিক লিউপিডিক্লক্স ও অ্যান্টিবেক্টেরিয়াল ট্যাক্সিম এজেড। দুই বা তার বেশি ওষুধ নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে এই এফডিসি ওষুধগুলি তৈরি করা হয়। এককথায় বলতে গেলে, কোনও রোগীর একটি ওষুধের প্রয়োজন হলেও তাকে অন্য অপ্রয়োজনীয় ওষুধও খেতে হত। যা প্রভাব ফেলত রোগীর শরীরে। ২০১৬ সালের মার্চ মাসে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ৩৪৪টি এফডিসি ওষুধে নিষেধাজ্ঞা জারি করেছিল। পরে এই তালিকায় যুক্ত করা হয়েছিল আরও পাঁচটি ওষুধকে। তবে এই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্ট ও বিভিন্ন হাইকোর্টে আবেদন জানায় বিভিন্ন ওষুধ প্রস্তুতকারক সংস্থা। ২০১৭ সালে সুপ্রিম কোর্ট এই বিষয়টি পরীক্ষা করে দেখার নির্দেশ দেয় ড্রাগস টেকনিক্যাল অ্যাডভাইজারি বোর্ডকে। বোর্ড তাদের রিপোর্টে জানায়, এই ৩২৮টি ওষুধের উপাদানে চিকিত্সায় সুবিধে হওয়ার কোনও বিষয় নেই বরং এগুলি মানুষের স্বাস্থ্যের পক্ষে ঝুঁকিপূর্ণ হতে পারে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Qn7GMl
September 13, 2018 at 02:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন