নদীয়ায় কৃষি বিশ্ববিদ্যালয়ে বহিরাগত তাণ্ডব, আহত আট পড়ুয়া সহ ১১

মোহনপুর (নদীয়া), ১৩ সেপ্টেম্বরঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর এবার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে এবার বহিরাগত তাণ্ডবের অভিযোগ উঠল। অভিযোগ, বিশ্ববিদ্যালয় চত্বরে বোমাবাজি করেছে বহিরাগত দুষ্কৃতীরা। একইসঙ্গে গুলিও চালানো হয়েছে। দুষ্কৃতীদের মারে আহত হয়েছেন আটজন ছাত্রছাত্রী ও তিনজন নিরাপত্তারক্ষী। কৃষি বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ডিন শ্রীকান্ত দাস এবং ডিএসডব্লিউ গৌতম চক্রবর্তীর অপসারণ চেয়ে টানা এক সপ্তাহ ধরে অবস্থান বিক্ষোভ চলছে বিশ্ববিদ্যালয়ে। পড়ুয়াদের অভিযোগ, নিজেদের খেয়ালখুশি মতো বিশ্ববিদ্যালয়ে নিয়ম তৈরি করছেন শ্রীকান্তবাবু ও গৌতমবাবু। এছাড়া বিশ্ববিদ্যালয়ে পরিকাঠামো উন্নয়নের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসা সত্ত্বেও লাভ হয়নি। পড়ুয়াদের দাবি, উপাচার্যের ঘরের সামনে থেকে আন্দোলন তুলে নিতে তাদের অনেকবারই শাসানি দিয়েছিল কয়েকজন বহিরাগত। আজ, বৃহস্পতিবার থেকে  অনশন আন্দোলন শুরু করার কথা ছিল পড়ুয়াদের। তার আগেই কলেজে ঢুকে তাণ্ডব শুরু করে বহিরাগতরা। আন্দোলনকারী এক পড়ুয়ার কথায়, কয়েকজন বহিরাগত সকাল থেকেই কলেজে ঢুকে তাদের উপর চড়াও হয়। প্রথমে মারধর শুরু করে তারা। পরে গুলি ছুড়তে থাকে। বোমা ছোড়া হয়। পড়ুয়াদের অভিযোগ, খবর পেয়ে কলেজ ক্যাম্পাসে পুলিশ এলেও তারা বহিরাগতদের বাধা দেয়নি। পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকায় ছিল বলেই দাবি পড়ুয়াদের। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  ধরনীধর পাত্র বলেন, ‘কলেজ চত্বরে এই সংঘর্ষের ঘটনার পর একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে হস্টেল খালি করে দেওয়া যায় কিনা তা নিয়েও চিন্তাভাবনা চলছে।’

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OiLjGt

September 13, 2018 at 01:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top