আবু ধাবি, ১৫ সেপ্টেম্বর- এশিয়ার সবচেয়ে বড় আয়োজন এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে গতবারের রানার্সআপ বাংলাদেশ। শুরুতে টস জিতে ব্যাট করে সব উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৬১ রান। জবাবে ব্যাট করতে নেমে এই রিপোর্ট লেখা অবধি লঙ্কানদের সংগ্রহ ২৮ রান ৩ উইকেট হারিয়ে। কুশল পেরেরা (১) রানে অপরাজিত। জয়ের লক্ষ্যে মাঠে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন লঙ্কান ওপেনার উপুল থারাঙ্গা। এরপর দলীয় ২২ রানে কাটার মাস্টার মোস্তাফিজের বলে এলবি ডব্লিউতে শূন্য হাতে সাজঘরে ফেরেন আরেক ওপেনার কুশল মেন্ডিস। এরপর উপুল থারাঙ্গাকে থামিয়ে দেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দলীয় তৃতীয় ওভারের শেষ বলে ১৬ বলে ২৭ রান করা ওপেনার উপুল থারাঙ্গাকে বোল্ড করে সাজঘরে পাঠান বাংলাদেশ দলের অভিজ্ঞ এই পেসার। এর আগে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। লাসিথ মালিঙ্গার বলে শূন্য হাতে ফেরেন লিটন দাস ও সাকিব আল হাসান। তবে এরপর দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন। মুশফিক তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি (১৪৪)। মুশফিকের দুর্দান্ত ১৪৪ রানে ভর করে শেষমেশ ২৬১ রানে পৌঁছে যায় বাংলাদেশের সংগ্রহ। র্যাংকিংয়ে লঙ্কানদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকা টাইগারদের সাম্প্রতিক পারফরম্যান্সও বেশ ভালো। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও সিরিজ জিতেছে বাংলাদেশ দল। বাংলাদেশের একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার একাদশ: অ্যাঞ্জেলো ম্যাথিউজ (অধিনায়ক), কুশল পেরেরা, কুশল মেন্ডিস, উপুল থারাঙ্গা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, দিলরুয়ান পেরেরা, আমিলা আপোনসো, সুরাঙ্গা লাকমল এবং লাসিথ মালিঙ্গা। এমএ/ ১০:২২/ ১৫ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2D16njj
September 16, 2018 at 04:36AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন