আবু ধাবি, ২৭ সেপ্টেম্বর-পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। এমন জয়ের পর বাংলাদেশের খেলোয়াড়দের প্রশংসায় মেতেছেন ফাইনালের প্রতিপক্ষ ভারতের সাবেক ক্রিকেটাররা। আবুধাবিতে অঘোষিত সেমিফাইনালে পরিণত হওয়া ম্যাচে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। শুরুতে ৩ উইকেট হারালেও মুশফিকুর রহিম (৯৯) ও মোহাম্মদ মিথুনের (৬০) ১৪৪ রানের চতুর্থ উইকেট জুটিতে ২৩৯ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহদের দারুণ বোলিংয়ে পাকিস্তান থেমে যায় ২০২ রানেই। বাংলাদেশের জয়ের পর সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগ টুইট করেছেন, কেউই আন্ডারডগ নয়। অনেকেই ধারণা করেছিল ভারত ও পাকিস্তান ফাইনাল খেলবে। কিন্তু বাংলাদেশ তাদের দিনে দুর্দান্ত। পাঁচ ম- মুশফিকুর, মিথুন, মুস্তাফিজুর, মাহমুদউল্লাহ, মেহেদীর পারফরম্যান্স ছিল অসাধারণ। পাকিস্তানের পোড়া কপাল। আরেক সাবেক ভারতীয় ব্যাটসম্যান মোহাম্মদ কাইফের টুইট, অসাধারণ দলগত পারফরম্যান্স করে ফাইনালে উঠল বাংলাদেশ। টানা দুটি বাঁচা-মরার ম্যাচ জিতে তারা দারুণ প্রতিশ্রুতি দেখিয়েছে। শুক্রবার দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। তথ্যসূত্র: রাইজিংবিডি এইচ/১০:৪৩/২৭ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2P0acXq
September 27, 2018 at 04:51PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন