লিগ কাপের তৃতীয় রাউন্ডে ঘরের মাঠে জয় পেয়েছে আর্সেনাল। তারা ৩-১ গোলে হারিয়েছে ব্রেন্টফোর্ডকে। তবে ঘরের মাঠে খেলেও জয় পায়নি লিভারপুল। তাদের ২-১ গোলে হারিয়ে দিয়েছে চেলসি। বুধবার রাতে ঘরের মাঠে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচের ৫ মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। এ সময় ড্যানি ওয়েলবেক গোল করে এগিয়ে নেন দলকে। এ সময় কর্নার থেকে উড়ে আসা বলে হেড দিয়ে জালে জড়ান ওয়েলবেক। ৩৭ মিনিটে ওয়েলবেক তার জোড়া গোল পূর্ণ করলে আর্সেনাল এগিয়ে যায় ২-০ ব্যবধানে। এই গোলে তাকে সহায়তা করেন নাচো মনরিয়াল। বিরতির পর অবশ্য ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় ব্রেন্টফোর্ড। ৫৮ মিনিটে দলটির অ্যালান জাজ গোল করে ব্যবধান কমান (২-১)। এরপর কিছুটা দেখে-শুনে খেলে গার্নার্সরা। ২-১ গোলে যখন ম্যাচ শেষ হতে যাচ্ছিল তখন আলেক্সান্দ্রে ল্যাকজেট গোল করে জয়ের ব্যবধান বাড়ান (৩-১)। তাকে গোলে সহায়তা করেন লুকাস তোরেইরা। এদিকে লিভারপুল ও চেলসির ম্যাচে প্রথমার্ধে জালের নাগাল পায়নি কেউ। বিরতির পর তিনটি গোল হয়। তার দুটি করে চেলসি। একটি করে লিভারপুল। অবশ্য ঘরের মাঠে প্রথমে লিড নিয়েছিল লিভারপুল। ম্যাচের ৫৮ মিনিটে দানিয়েল স্টারিজ গোল করে এগিয়ে নেন স্বাগতিকদের। তবে ৭৯ ও ৮৫ মিনিটে এমারসন ও ইডেন হ্যাজার্ড গোল করে লিভারপুলকে জয় বঞ্চিত করে। ৭৯ মিনিটে এমারসন সেট পিস থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান। আর ৮৫ মিনিটে হ্যাজার্ডের গোলে এগিয়ে যায় ব্লুজরা। বাকি সময়ে অবশ্য এই গোল আর শোধ দিতে পারেনি লিভারপুল। ফলে ঘরের মাঠে হারের লজ্জাকে সঙ্গী করেই সাজঘরে ফিরতে হয় তাদের। তথ্যসূত্র: রাইজিংবিডি এইচ/১০:৪৩/২৭ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2zxSt4y
September 27, 2018 at 04:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top