নয়াদিল্লি: বৃহস্পতিবার ফের বাড়ল জ্বালানি তেলের দাম। এদিন পেট্রোলের দাম বেড়েছে লিটার পিছু ১৪ পয়সা, ডিজেলের দাম বেড়েছে ১২ পয়সা। রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৮৩ টাকা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৭৪.২৪ টাকা। সবচেয়ে বেশি দাম বেড়েছে মুম্বইয়ে। সেথানে লিটার প্রতি ১০০ টাকার দিকে এগোচ্ছে পেট্রোলের দাম। মুম্বইয়ে পেট্রোলের দাম হয়েছে ৯০.৩৫ টাকা। ডিজেলের দাম ৭৮.৮২ টাকা। মহারাষ্ট্রের ৩২টি শহরে পেট্রলের দাম ৯০ টাকার উপরে৷ ইতিমধ্যে বেশ কয়েকটি পেট্রল পাম্পে নতুন মেশিন বা সফটওয়ার ইনস্টল করা হচ্ছে যাতে তিন অংকের দাম সেখানে দেখানো যায়৷ তেল বিশেষজ্ঞদের আশঙ্কা দীপাবলীর আগেই তিন অংকের ঘরে পৌঁছে যাবে পেট্রলের দাম৷ বাকি দুই মেট্রো শহর চেন্নাই ও কলকাতাতেও বেড়েছে জ্বালানি তেলের দাম।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NIwj8d
September 27, 2018 at 11:23AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন