কলকাতা, ২৭ সেপ্টেম্বরঃ ডেঙ্গু আক্রান্ত এক নাবালিকার মৃত্যু হল কলকাতায়। মৃতের নাম পরিস্মিতা ঘোষ। বাড়ি উত্তর কলকাতার বড়তলা থানা এলাকায়।
জানা গিয়েছে, সোমবার গভীর রাতে ওই হাসপাতালে পরিস্মিতাকে ভরতি করা হয়েছিল। মৃতের মামা সুশোভন মোদক জানিয়েছেন, ১৭ সেপ্টেম্বর জ্বর হয় পরিস্মিতার। রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। ১৯ সেপ্টেম্বর থেকে উত্তর কলকাতার একটি নার্সিংহোমে তার চিকিৎসা চলছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২৫ সেপ্টেম্বর তাকে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। গতকাল সন্ধ্যা ৬টা ১৫ মিনিট নাগাদ উলটোডাঙার কাছে ওই হাসপাতালে মৃত্যু হয় তার। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু বিষয়টি উল্লেখ করা হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Qa3aQo
September 27, 2018 at 11:37AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন