ওদলাবাড়ি, ২৩ সেপ্টেম্বরঃ বিরল প্রজাতির জায়ান্ট ফ্লাইং স্কুইরেল উদ্ধার হল ওদলাবাড়ি থেকে। ডুয়ার্সে সম্ভবত প্রথমবার এধরণের প্রাণী উদ্ধার হয়েছে। শনিবার রাতে ওদলাবাড়ি ঘিস বস্তির জনৈক লেবু মহম্মদ নামে এক ব্যাক্তির বাড়িতে প্রথমে এই প্রাণীটি দেখতে পাওয়া যায়। ফ্লাইং স্কুইরেল এর বৈশিষ্ঠ্য হল, এটি এক লাফে অনেকদূর পর্যন্ত যেতে পারে।
স্থানীয় বাসিন্দারা প্রাণীটিকে ধরার চেষ্টা করলেও সম্ভব হয়নি। এরপর খবর দেওয়া হয় বন দপ্তরে। বন্যপ্রান শাখার মালের রেঞ্জ ম্যানেজার সমীর সিকদার জানান, এই এলাকায় এধরণের প্রণী বিরল। এর নাম জায়ান্ট ফ্লাইং স্কুইরেল। এটি ভুটানের উচ্চ পাহাড়ি এলাকাতে বিশেষভাবে দেখা যায়। তবে এই এলাকায় ফ্লাইং স্কুইরেল কীভাবে এল তার খোঁজ করা হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2I6diXi
September 23, 2018 at 06:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন