বনধ তুলতে বিজেপি-র মহিলা কর্মীকে লাথি

কলকাতা, ২৬ সেপ্টেম্বরঃ ইসলামপুরে ছাত্রমৃত্যুর প্রতিবাদে বুধবার ১২ ঘণ্টার বনধ ডেকেছে বিজেপি। বনধ তুলতে বিজেপি মহিলাকর্মীকে লাথি মারার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারাসাতের পীরগাছায়।

জানা গিয়েছে, এদিন বারাসাতের পীরগাছায় বনধ কার্যকর করার জন্য রেল অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকরা। অপরদিকে, বনধের বিরোধিতা করে পথে নামেন তৃণমূল নেতা আরশাদ উজ্জামান। তিনি বারাসাত ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। বিজেপি-র কর্মী-সমর্থকরা রেল অবরোধ করার সময় আরশাদ উজ্জামান ও তার দলবলরা তাঁদের মারধর করে বলে অভিযোগ। সেইসময় ট্রেন লাইন থেকে বিজেপি কর্মীদের সরাতে তিনি বিজেপি-র এক মহিলা কর্মীকে লাথিও মারেন বলে অভিযোগ। এইপ্রসঙ্গে বিজেপি সভাপতি প্রদীপ ব্যানার্জি জানিয়েছেন,‘দিদির রাজত্বে মেয়েরা সুরক্ষিত নয়। এই ঘটনার সময় পুলিশ দর্শকের ভূমিকায় ছিল। বিষয়টি আমরা আমাদের উচ্চ দলীয় নেতা এবং পুলিশকে জানাব।’

ছবিঃ সংগৃহীত



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2xG7LD0

September 26, 2018 at 06:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top