কলকাতা, ১২ সেপ্টেম্বরঃ বাঁকুড়ায় এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠল তাঁর শ্বশুরবাড়ির বিরুদ্ধে। পণের টাকার দাবিতে ওই গৃহবধূকে খুন করা হয়েছে বলে অভিযোগ মৃতের বাবারবাড়ির লোকেদের।
সূত্রের খবর, মৃতের নাম অর্পিতা আঠা। ১০ বছর আগে গড়িয়ার বাসিন্দা অর্পিতার সঙ্গে পিন্টু আঠার বিয়ে হয়। তাঁদের সাত বছরের সন্তানও আছে। অভিযোগ, বিয়ের পর থেকেই পণের জন্য পিন্টু ও তার বাড়ির লোকজন অর্পিতাকে মারধর করত। মঙ্গলবার অর্পিতার খবর নেওয়ার জন্য ফোন করেন বাবারবাড়ির লোকেরা। এরপর পিন্টু তাদের জানায় অর্পিতা আত্মহত্যা করেছে। অর্পিতার বাবারবাড়ির লোকজনের দাবি, অর্পিতার দেহের বিভিন্ন অংশে ক্ষতচিহ্ন আছে। অর্পিতাকে মারধর করার পর খুন করেছে তাঁর শ্বশুরবাড়ির লোকজন। যদিও অর্পিতার শ্বশুরবাড়ির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
এই ঘটনায় অর্পিতার বাবারবাড়ির তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2xa29j4
September 12, 2018 at 02:39PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন