নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বরঃ রাফাল ভারতে পৌঁছানোর আগেই রাফাল চুক্তি নিয়ে রাজনৈতিক শিবিরে তর্জা চরমে উঠেছে। ভারতের কাছে এই যুদ্ধবিমান কতটা গুরুত্বপূর্ণ, তা এদিন স্পষ্ট করলেন বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া। দিল্লিতে বায়ুসেনার এক আলোচনা সভায় এয়ার মার্শাল ধানোয়া বলেন, এই মুহূর্তে ‘অত্যাধুনিক’ রাফাল না থাকায় দেশকে ‘ভয়ঙ্কর আশঙ্কা’র মুখে পড়তে হতে পারে।
উল্লেখ্য, রাফাল নিয়ে ভারত এবং ফ্রান্স দুই সরকারের যৌথ অন্তর্বর্তী চুক্তি স্বাক্ষর হয়। জানা গিয়েছে, ২০১৯-এর শুরুতেই মোট ৩৬টি রাফাল যুদ্ধ বিমান দেশে নিয়ে আসছে মোদি সরকার।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2oY03PP
September 12, 2018 at 02:49PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন