তেহরান, ২২ সেপ্টেম্বরঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দশা সাদ্দাম হুসেনের মতো হবে বলে হুঁশিযারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেছেন, ‘ক্ষেপণাস্ত্র বানানো অব্যাহত রাখবে তেহরান। ওয়াশিংটন যা-ই বলুক, আমরা প্রতিরক্ষা নীতি পরিবর্তন করব না। আর ট্রাম্প যদি ইরানের সঙ্গে যুদ্ধে জড়ায়, তা হলে তাঁর পরিণতি সাদ্দামের মতো হবে।’ এই খবর দিয়েছে আল-জাজিরা।
শনিবার ইরান-ইরাক যুদ্ধের বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত জাতীয় প্রতিরক্ষা সপ্তাহে তেহরানে সামরিক বাহিনীর মহড়া অনুষ্ঠানে এ কথা বলেন রুহানি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তেহরান-ওয়াশিংটন সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। ইরানের উপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা এই সম্পর্কের আরও অবনতি ঘটায়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zobYwp
September 22, 2018 at 09:39PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন