ওয়াশিংটন, ২২ সেপ্টেম্বরঃ হিন্দু দেবতা গণেশের সঙ্গে দলীয় প্রতীক হাতির মিলকে কাজে লাগাতে গিয়ে বিপাকে আমেরিকার রিপাবলিকান পার্টি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দলের টেক্সাস শাখা গণেশ চতুর্থীর আগে স্থানীয় হিন্দুদের আকর্ষণ করতে খবরের কাগজে ঘটা করে বিজ্ঞাপন দিয়েছিল। সেখানে গণেশের মাথা ও শরীরের বিভিন্ন অংশের গুণগান গেয়ে হিন্দুদের মন জয়ের চেষ্টা করেছিল রিপাবলিকান পার্টি। বিজ্ঞাপনে লেখা ছিল, কার পুজো করবেন? গাধা নাকি হাতির! গাধা হল ডেমোক্র্যাট পার্টির দলীয় প্রতীক। আর এই বিজ্ঞাপন নিয়ে বিতর্ক ছড়িয়েছে মার্কিন মুলুকে। গণেশকে গাধার সঙ্গে তুলনা করায় ক্ষোভ ছড়িয়েছে হিন্দুদের মধ্যে। বিজ্ঞাপনটি আপত্তিকর বলে জানিয়েছে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন। মার্কিন মুলুকে প্রভাবশালী হিন্দু ভোটব্যাংকের গুরুত্ব বুঝে তড়িঘড়ি ক্ষমা চেয়ে নিয়েছেন রিপাবলিকানরা। টেক্সাসে রিপাবলিকান পার্টির প্রধান জেসি জেনেটের বক্তব্য, ‘বিজ্ঞাপনটি কাউকে আঘাত করলে আমরা ক্ষমাপ্রার্থী। আমরা হিন্দুদের সংস্কৃতি ও ঐতিহ্যে আঘাত করতে চাইনি।’
ছবিঃ সংগৃহীত
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zn0IAk
September 22, 2018 at 09:31PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন