কটক, ২১ সেপ্টেম্বরঃ ওডিশায় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় দয়া। যার প্রভাবে গোপালপুর, কোরাপুট, পুরী, মালকানগিরি, গজপতি, গঞ্জাম সহ ওডিশার বিস্তীর্ণ অঞ্চলে প্রবল বেগে ঝড়ের সঙ্গে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। শুক্রবার সকাল থেকে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গেও বৃষ্টি শুরু হয়েছে। তবে শনিবার থেকে বঙ্গের আবহাওয়ার উন্নতি হবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। ওডিশা অবশ্য এখনই রেহাই পাচ্ছে না। আগামী শনিবারও রায়গাদা, কালাহান্ডি, কোরাপুট, সম্বলপুর, সুন্দরগড়, কেওনঝড়, নবারংপুর সহ ওডিশার বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।
মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ ১৫০ কিলোমিটার বেগে দয়া প্রথমে ওডিশার গোপালপুর উপকূলে আছড়ে পড়ে। তারপর সারাদিন ধরে গোপালপুর, কোরাপুট, পুরী, মালকানগিরি, গজপতি, গঞ্জাম সহ ওডিশার বিস্তীর্ণ অঞ্চলে তাণ্ডব চালায়। দয়ার দাপটে ঝড়-বৃষ্টির পাশাপাশি এই সমস্ত জেলার বিভিন্ন অঞ্চলে ভূমিধসও হয়েছে। বিকালের পর থেকে ঝড়ের দাপট কিছুটা কমলেও বৃষ্টি অব্যাহত।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QOESwa
September 21, 2018 at 11:49PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন