নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বরঃ রাফাল বিতর্কে ভারত সরকারের বক্তব্যকে সমর্থন জানাল দায়িত্বপ্রাপ্ত সংস্থা ড্যাসল্ট অ্যাভিয়েশন। এক বিবৃতিতে জানিয়েছে, বিমান তৈরির জন্য অংশীদার হিসেবে রিলায়েন্স ডিফেন্সকে তারা নিজেরাই বেছে নিয়েছিল। ফ্রান্স সরকারও ভারত সরকারের সুরে সুর মিলিয়েছে। বিতর্ক শুরু হওয়ার পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়, রিলায়েন্সের সঙ্গে ড্যাসল্ট অ্যভিয়েশনের বাণিজ্যিক সিদ্ধান্তে ভারত সরকার কিংবা ফ্রান্স সরকারের কোনও বক্তব্য ছিল না। ড্যাসল্ট অ্যাভিয়েশনের সিইও এরিক ট্যাপিয়ার একটি সংবাদপত্রে জানান, চলতি মাসের ১৭ তারিখ ডিফেন্স প্রোকিউরমেন্ট প্রসেডিউর (ডিপিপি)- ২০১৬ মেনে এই চুক্তি হয়। মেক ইন ইন্ডিয়ার নীতি মেনে রিলায়েন্সের সঙ্গে চুক্তি করে ড্যাসল্ট অ্যাভিয়েশন। রিলায়েন্সকে অংশীদার হিসেবে নেওয়ার সিদ্ধান্ত ড্যাসল্ট অ্যভিয়েশনেরই ছিল। রাফাল বিমান চুক্তি নিয়ে বিতর্কের মধ্যেই ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলনের একটি বক্তব্য সামনে আসে। তিনি সাক্ষাৎকারে বলেন,‘ভারত সরকার রিলায়েন্সের নাম প্রস্তাব করায় আমাদের আর কোনো চয়েজ ছিল না। রিলায়েন্সকে অংশীদার হিসেবে নেওয়া ছাড়া ড্যাসল্টের আর কোনও বিকল্প ছিল না।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2xDE6ti
September 22, 2018 at 11:18AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন