টরন্টো, ১৩ সেপ্টেম্বর- প্রথমবারের মতো টরন্টোতে অনুষ্ঠিত টাঙ্গাইল ফুটবল লীগ ২০১৮তে চ্যাম্পিয়ন হয়েছে বিএফ মন্ট্রিয়ল। ২-১ গোলে টরন্টো টাইগারস-একে হারিয়ে শিরোপা ঘরে তোলে কানাডার কুইবেক প্রদেশ থেকে আগত এই দলটি। গত ৯ সেপ্টেম্বর রোববার বিকেলে টরন্টোর বাংলাপাড়া ড্যানফোর্থের ড্যান্টোনিয়া পার্কে শীত শীত হিমেল হাওয়া উপেক্ষা করে অনুষ্ঠিত হলো দিনব্যাপী এই ফুটবল লীগ। এতে অংশ নেয় চারটি দল। বিএফ মন্ট্রিয়ল, ড্যানফোর্থ ইউনাইটেট ক্লাব, টরন্টো টাইগারস-এ এবং টরন্টো টাইগারস-বি। আনন্দঘন পরিবেশে এতে উপস্থিত ছিলেন এক সময়ের ঢাকা স্টেডিয়াম মাতানো ফুটবলার এনায়েত, রুমি, হাসিফ, হাফিজ এবং মামুন জুয়ারদার। বিজয়ী দল বিএফ মন্ট্রিয়লকে সোনালী কাপসহ এক হাজার ডলার এবং রানার্স আপকে ট্রফিসহ পাঁচ শ ডলার প্রদান করা হয়। বাংলাদেশি এমপিপি ডলি বেগম বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। তার আগে এই টুর্নামেন্টের আয়োজক রবিন ইসলাম ও সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানিয়ে ডলি বলেন, এটা একটা চমৎকার আয়োজন। যা কমিনিউটিদের জন্য খুব আনন্দের বিষয়। আগামীতে প্রয়োজন হলে তার পক্ষ থেকেও সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। টাঙ্গাইল ফুটবল লীগের আয়োজক রবিন ইসলাম বলেন, আগামী এই লীগের নাম হবে বাংলাদেশ লীগ। এবং আমরা মেয়েদের নিয়েও ভবিষ্যতে ফুটবল লীগের আয়োজন করবো। তথ্যসূত্র: সিবিএন২৪ আরএস/ ১৩ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MoL4HW
September 13, 2018 at 04:56PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন