কলকাতা, ১৩ সেপ্টেম্বর- চীনের দক্ষিণাঞ্চলীয় ইউনান প্রদেশের কুনমিং থেকে ভারতের কলকাতায় ট্রেন সাভির্স চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন কলকাতায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মা ঝানউ। বুধবার (১২ সেপ্টেম্বর) এক সম্মেলনে তিনি এ কথা জানান বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। দুই হাজার আটশ কিলোমিটারের এ রেলরুটের যাত্রাপথে বাংলাদেশ এবং মিয়ানমারকেও যুক্ত করতে চায় চীন। রাষ্ট্রদূত জানান, ভারত এবং চীনের যৌথ উদ্যোগে এই রেল পরিষেবা চালু করতে চায় তার দেশ। রাষ্ট্রদূত মা ঝানউ আরো বলেন, এই রেল চালু হলে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে কলকাতা থেকে কুনমিং পৌঁছানো যাবে। যাতে উপকৃত হবে সবাই। বৃদ্ধি পাবে বাংলাদেশ- চীন- ভারত-মিয়ানমারের (বিসিআইএম) মধে্য বাণিজ্য। তথ্যসূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর আরএস/ ১৩ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NCAC4g
September 13, 2018 at 04:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top