দিসপুর, ২১ সেপ্টেম্বরঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ৬ মৎস্যজীবীর। জখম অনেক। শুক্রবার ঘটনাটি ঘটেছে অসমের নাগাও জেলায় জুরিয়া থানা এলাকার রুপোহি এলাকায়।
জানা গিয়েছে, ওই এলাকায় একটি পুকুরের উপর ১১ হাজার ভোল্টেজের তার ঝুলছিল। বিদ্যুৎ দপ্তরে বিষয়টি জানানো হলে বলা হয় ওই তার নিষ্ক্রিয় হয়ে রয়েছে। এর এক ঘণ্টা পর মৎস্যজীবীরা পুকুরে যান। সেইসময় দুর্ঘটনাটি ঘটে। জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৬ মৎস্যজীবীর মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা এক বিদ্যুৎ আধিকারিকের বাড়িতে হামলা চালান বলে অভিযোগ। তাঁর গাড়িও ভাঙচুর করা হয়। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের নির্দেশে ঘটনাস্থলে যান রাজ্যের বিদ্যুৎমন্ত্রী কেশব গগৈ। ঘটনার তদন্ত চলছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ppzQtE
September 21, 2018 at 04:48PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন