কলকাতা, ২৪ সেপ্টেম্বর- রাজ্যে একের পর এক সেতু বিপর্যয়ের জের৷ ব্রিজ কমিশন তৈরির সিদ্ধান্ত রাজ্য সরকারের। নতুন ব্রিজ তৈরি, পাশাপাশি পুরানো সব ব্রিজের রক্ষণাবেক্ষণ ও সংস্কারের দায়িত্বেও থাকবে এই ব্রিজ কমিশন৷ পোস্তা উড়ালপুল বিপর্যয় দিয়ে শুরু৷ তারপর শিলিগুড়ি, মাঝেরহাটে সেতু বিপর্যয়৷ প্রাণ গিয়েছে মানুষের৷ সোমবারও কাকদ্বীপে ভেঙে পড়েছে নির্মীয়মাণ সেতু৷ সেতু বিপর্যয়ের কারণ হিসাবে একদিকে যেমন উঠে এসেছে রক্ষণাবেক্ষণের অভাব, তেমনই সেতুর নকশায়ও গলদ ছিল৷ নকশার গলদ তৈরির সময় ধরা না পড়ায় ঘটে গিয়েছে বিপদ৷ সাম্প্রতিক সেতু বিপর্যয়ের বেশ কয়েকটি ঘটনা থেকে শিক্ষা নিয়েছে রাজ্য সরকার৷ সোমবার রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত, তৈরি হবে ব্রিজ কমিশন৷ এই কমিশন রাজ্যে নতুন যে সব সেতু তৈরি হবে তার নকশা থেকে শুরু করে কাজ রূপায়ন কীভাবে হচ্ছে তার দেখভাল করবে৷ পাশাপাশি পুরনো সেতুগুলির মেরামতি কীভাবে হবে, তার রক্ষণাবেক্ষণের দায়িত্বেও থাকবে এই কমিশন৷ সেতুর রক্ষনাবেক্ষনের সঙ্গে যুক্ত সমস্ত দফতরের প্রতিনিধিত্ব থাকবে এই কমিশনে। বিদেশ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী৷ সেখান থেকে ফিরে এলে মুখ্যমন্ত্রীর নির্দেশে কমিশনের গঠনতন্ত্র ঠিক করা হবে। মাঝেরহাটে সেতু বিপর্যয়ের পর রাজ্যে অবস্থিত সব সেতুগুলির অবস্থা জানতে তৎপর হয়েছে নবান্ন৷ কলকাতার বিভিন্ন সেতু ঘুরে দেখেন নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ সেতুগুলির রক্ষণাবেক্ষণে বেশ কয়েকটি নির্দেশও দেন তিনি৷ জেলাগুলিতে এই দেখভালের কাজ করছে জেলা প্রশাসনের আধিকারিকরা৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ একে/০৬:২৫/২৪ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OTsNV2
September 25, 2018 at 12:24AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top