কলকাতা, ২৪ সেপ্টেম্বর- বিজেপির ডাকা বনধ মোকাবিলায় তৎপর রাজ্য প্রশাসন৷ অন্যান্য দিনের মতই সব কিছু স্বাভিক রাখার জন্য রাজ্যবাসীর কাছে আবেদন করলেন শিক্ষামন্ত্রী তথা মন্ত্রী গোষ্ঠীর প্রধান পার্থ চট্টোপাধ্যায়৷ সরকারি কর্মীদের আগামী বুধবার কাজে যোগ দেওয়া বাধ্যতামূলক বলে জানিয়ে দিলেন তিনি৷ মালিক সংগঠনের কাছেও রাজ্যের তরফে আগামী ২৬ তারিখ বেশি করে বাস, মিনি বাস চালানোর আবেদন করা হয়েছে৷ বনধের রাজনীতির বিরোধী শাসক দল৷ কর্মনাশা বনধ রুখতে প্রশাসন সব ধরণের চেষ্টা করবে বলে এদিন নবান্নে জানান পার্থবাবু৷ তাঁর আশঙ্কা সাংগঠনিকভাবে না পেরে বিজেপি ও আরএসএস রাজ্যে অশান্তি ছড়াতেই বুধবার বনধের ডাক দিয়েছে৷ তবে হুঁশিয়ারির সুরেই তিনি বলেন, ভাঙচুর হলে প্রশাসন আইন মেনে ব্যবস্থা নেবে৷ বনধের দিন সরকারি কর্মীদের কাজে যোগ দিতেই হবে৷ অন্যান্য বনধের মতই সেই মর্মেই নির্দেশিকা জারি করবে সরকার৷ জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷ মানুষ বিজেপির ডাকা কর্মনাশা বনধ সমর্থন করবে না বলে আশা শাসক শিবিরের৷ শিক্ষামন্ত্রীর আশ্বাস নিরাপত্তার দায়িত্ব প্রশাসনের৷ ২৬ তারিখ বেশি করে বাস, মিনি বাস চালানোর জন্য মালিক সংগঠনের কাছে এদিন আবেদন জানান মন্ত্রী গোষ্ঠীর প্রধান৷ পার্থবাবু বলেন, বনধ ডেকে অরাজগতা তৈরির চেষ্টা করছে ওরা৷ সরকার সব দিকে নজর রেখেছে৷ সেদিন স্কুল, কলেজ, সরকারি বেসরকারি অফিস খোলা রাখতে আবেদন করছি৷ দাড়িভিট উচ্চ বিদ্যালয়ে গত ২০শে সেপ্টেম্বর শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে আন্দোলন শুরু করে ছাত্ররা৷ আন্দোলন চলাকালীন গুলিতে মৃত্যু হয় রাজেশ সরকারের৷ পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মারা যায় জখম ছাত্র তাপস বর্মন ৷ পুলিশের গুলিতেই দুই ছাত্র নিহত হয় বলে অভিযোগ বিরোধীদের৷ তবে বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক শিবির৷ বিদেশ থেকে মুখ্যমন্ত্রী দাবি করেন, আন্দোলনের পিছনে মদত ছিল আরএসএসের৷ পুলিশ গুলি চালায়নি৷ প্রতিবাদে ২৬শে সেপ্টেম্বর ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দেয় বিজেপি৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ একে/০৬:২৫/২৪ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2zqpY8K
September 25, 2018 at 12:30AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top