কলকাতা, ২৮ সেপ্টেম্বরঃ একটি বেসরকারি সংস্থার কর্মী পরিচয় দিয়ে এক বৃদ্ধার কাছ থেকে টাকা পালাল এক যুবক। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সল্টলেকে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে সল্টলেকের লাবণী আবাসনে বৃদ্ধা পাপিয়া বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যায় ওই যুবক। সে নিজেকে এক বেসরকারি সংস্থার কর্মী বলে পরিচয় দেয়। ওই বৃদ্ধাকে সে জানায়, পুজোর আগে সংস্থার পক্ষ থেকে নতুন অফার আছে। পুরোনো জিনিসের বদলে নতুন জিনিস দেওয়া হবে। পাশাপাশি নতুন জিনিস নিতে হলে পুরোনো জিনিসের সঙ্গে আরও ৩৬০০ টাকা দিতে এবং বকশিশও দিতে হবে।
ওই যুবকের কথা মতো মহিলা তাকে ৪ হাজার টাকা দেন। টাকা নিয়ে রসিদও দেয় যুবক। এরপর নতুন জিনিস নিয়ে আসার নাম করে সে চম্পট দেয়। বেশ কিছুক্ষণ পরেও সে না আসায় পাপিয়াদেবী ওই সংস্থার অফিসে ফোন করেন। জানতে পারেন, সংস্থার এরকম কোনও অফার নেই। এরপরই বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন পাপিয়াদেবী। তদন্তে নেমে পাশের ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2xGyG1u
September 28, 2018 at 11:49AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন