রাঁচি, ২৩ সেপ্টেম্বরঃ রবিবার ঝাড়খণ্ডের রাঁচিতে নতুন স্বাস্থ্য যোজনার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে এই যোজনার নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (পিএমজেওয়াইএ)। আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে দেশের ১০ কোটি ৭৪ লক্ষ পরিবার চিকিত্সা সংক্রান্ত সুযোগ সুবিধা পাবেন। বিনামূল্যে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা পাবে দুস্থ পরিবারগুলি। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, আয়ুষ্মান ভারত বিশ্বের সবচেয়ে বড় স্বাস্থ্য প্রকল্প। দেশের মোট ৫০ কোটি নাগরিক এই স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন। কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের আওতাভুক্ত পরিবারের কোনো সদস্যের চিকিত্সার প্রয়োজন হলে তার যাবতীয় খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার। সরকারি হাসপাতালের পাশাপাশি বেশকিছু বেসরকারি হাসপাতালেও এই পরিসেবা পাওয়া যাবে। লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমঞ্চ থেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন আয়ুষ্মান ভারত প্রকল্পের কথা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2xMAllc
September 23, 2018 at 11:40AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন