নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বরঃ শান্তির বার্তা চালাচালির মধ্যেই হঠাৎ যুদ্ধের আবহ। ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াতের হুমকির পালটা দিল পাকিস্তানও। ভারতের বিরুদ্ধে কার্যত যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের ডিজি (আইসিপিআর) মেজর জেনারেল আসিফ গফুর। পাকিস্তানের সংবাদমাধ্যমে গফুর জানিয়েছেন, পাকিস্তান একটি পরমাণু শক্তিধর দেশ ও তারা সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত। কেউ যেন তাদের দুর্বল মনে না করে। প্রসঙ্গত, কাশ্মীরে তিন পুলিশকর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুনের পর ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত শনিবার বলেছিলেন, পাকিস্তানের সেনা এবং সন্ত্রাসবাদীদের উচিত শিক্ষা দেওয়ার সময় চলে এসেছে৷ সেনাবাহিনীকে যথেষ্ট স্বাধীনতা দেওয়া রয়েছে, জবাব দেওয়ার জন্য তারা প্রস্তুত এবং সরকারও পাশে রয়েছে৷ তিনদিন আগেও ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি ফেরাতে বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজনের তোড়জোড় চলছিল। পরিস্থিতি পালটে এখন পরস্পরের যুদ্ধের হুমকিতে সেই শান্তি প্রক্রিয়া আপাতত জলে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OFD1Zc
September 23, 2018 at 11:24AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন