২৬৪.৮ কোটি টাকার বিমা সিদ্ধিদাতার!

মুম্বই, ১৫ সেপ্টেম্বরঃ পরিত্রাতা বিনায়ক। তাকেও বিপদের হাত থেকে বাঁচাতে বিমা! এবছর এটি মুম্বইয়ের সবচেয়ে ধনী গণেশ মূর্তি। মণ্ডপের মূর্তিটির জন্য বিমা করাতে হয়েছে ২৬৪.৮ কোটি টাকার। মূর্তিটি মুম্বইয়ের কিংস সার্কেলের জিএসবি সেবা মণ্ডলের। গত বছর এটির বিমা রেট ছিল ২৬৪.৩ কোটি টাকা। ২০১৬ সালে এই অঙ্ক ছিল ৩০০ কোটি টাকা।

কমিটির সদস্য আরজি ভাট জানিয়েছেন, ‘মূর্তিটিতে ১৯ কোটি টাকার সোনা, রূপো এবং নগদ টাকা লাগানো রয়েছে। ভূমিকম্প বা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মূর্তির যাতে কোনও ক্ষতি না হয় তার জন্যই এই বিমা। এর সঙ্গে আরও অনেক কিছু রয়েছে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NMuvdN

September 15, 2018 at 08:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top