টাইফুন মংখুটের দাপটে বিপর্যস্ত ফিলিপিন্স, এখনও পর্যন্ত মৃত ৮

মানিলা, ১৫ সেপ্টেম্বরঃ সুপার টাইফুন মাংখুটের দাপটে বিপর্যস্ত ফিলিপিন্স। এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন অন্তত দেড় লক্ষ মানুষ। স্থানীয় প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
শনিবার লুজোন দ্বীপের উত্তরাংশে আছড়ে পড়ে ভয়াবহ টাইফুন মাংখুট। গতি ছিল ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার। যার জেরে গোটা এলাকা তছনছ হয়ে গিয়েছে। ন্যাশনাল সিভিল ডিফেন্স অফিসের প্রধান রিকার্ডো জালাদ জানিয়েছেন, ‘ইতিমধ্যেই ধ্বংসস্থলের উদ্দশ্যে রওনা হয়েছে উদ্ধারকারী দল। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা।’

শনিবার থেকে ফিলিপিন্সের বিভিন্ন এলাকা থেকে টাইফুনে ক্ষয়ক্ষতির খবর আসতে শুরু করে। পার্বত্য এলাকায় একাধিক ধসের খবর পাওয়া গিয়েছে, বন্যার জলে ভেসে গিয়েছে বহু এলাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের গ্রামীণ এবং কৃষি অঞ্চলগুলি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2My0r0I

September 15, 2018 at 08:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top